Sherpur District (DCSHERPUR) Job Circular 2022: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার ৩০ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০৩৬.১৬-০৯ নং স্মারকের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের অধীনস্থ সাধারণ প্রশাসনে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিমােক্ত শর্ত সাপেক্ষে http:// dcsherpur.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহবান করেছেন।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
কাজের সংক্ষিপ্ত বিবরণ
- চাকরির নিয়োগকারীঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
- চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
- পত্রিকার নামঃ -
- প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল ২০২২
- মোট পোস্টঃ ০৩
- মোট জনবলঃ ৮৬
- আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে
- লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
- অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
- শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে দেখুন
- অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
- আবেদন শুরু করার তারিখঃ ১১ এপ্রিল ২০২২
- আবেদন শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২২
- সরকারী ওয়েবসাইটঃ www.mowca.gov.bd
প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নাম: Sherpur District (DCSHERPUR)
সংক্ষিপ্ত নাম: DCSHERPUR
বিস্তারিত দেখুন: শেরপুর জেলার ভৌগোলিক অবস্থান শেরপুর জেলা পূর্ব পশ্চিমে ৮৯০- ৫০symbol for a minuteপূর্ব দ্রাঘিমা হতে ৯০০- ১৫symbol for a minuteপূর্ব দ্রাঘিমা পর্যন্ত। উত্তর দক্ষিণে ২৪০- ৫৫symbol for a minuteউত্তর অক্ষাংশ হতে ২৫০- ১৬symbol for a minuteউত্তর অক্ষাংশ পর্যন্ত। অধিবাসীদের মধ্যে মুসলমান এবং হিন্দুই প্রধান। তাছাড়া পাহাড়ী জনপদে আদিবাসী, গারো, খ্রিস্টানও রয়েছে।
নদী-খাল-বিল ও পাহাড়-জঙ্গলে ঘেরা শেরপুর এক সময় স্বাভাবিক প্রাকৃতিক সীমার মধ্যে স্বাতন্ত্র্য লাভ করেছিল। আকাশ খুব পরিষ্কার থাকলে শহর থেকেই উত্তর আকাশে গাঢ় নীল রঙে আঁকা পাহাড়ের রেখা দেখা যেতো। এখনও শহর থেকে বের হয়ে উত্তর সীমান্তে অগ্রসর হতে থাকলে আকাশে পাহাড়ের গাড় নীল আবছায়া স্পষ্ট হতে থাকে। সেটাই গারো পাহাড়।
একদা শেরপুরের উত্তর ও উত্তর-পূর্বের পাহাড়ী অঞ্চল ব্যতিরেকে সবটাই ছিল গভীর জঙ্গলে ঘেরা জলভূমি আর চরভূমি। ব্রহ্মপুত্র নদ বারবার তার গতি পরিবর্তন করে নতুন নতুন চর তৈরী করে শেরপুরের ভূ-প্রকৃতিকে পাল্টে দিয়েছে।
এইসব চরভূমিগুলি ধীরে ধীরে বসতি অঞ্চল হয়ে শেরপুর পরগণার মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলের জনবহুল গ্রাম ও শহর তৈরি করেছে। মোঘল আমলে চর-খাল বিলে পরিপূর্ণ এ অঞ্চলে ব্রহ্মপুত্র তখন এত চওড়া ও খরস্রোতা ছিলো যে, সেই নদী পার হয়ে শেরপুর পৌঁছতে সময় লাগতো এক প্রহর বা তিন ঘন্টারও ওপর। আর এই নদী পারাপারের মাশুল ছিল দশ কাহন বা কড়ি। পুরনো দলিল দস্তাবেজে তাই এর উল্লেখ পাওয়া যায় দশকাহনিয়া বাজু (বিভাগ) হিসেবে।
মোগল সম্রাট আওরঙ্গজেবের সময় ব্রহ্মপুত্র নদ জামালপুর থেকে শেরপুরের শেরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাকৃতিক নিয়মেই ব্রহ্মপুত্রের পানি প্রবাহ সরে যায় দক্ষিণের দিকে। কালক্রমে ব্রহ্মপুত্রের বুকে চর পড়ে লছমনপুর, চরপাড়া, চরশেরপুর, মুচারচর, বয়রা, শীতলপুরসহ অনেকগুলো জনপদ ব্রহ্মপুত্র তথা শেরী নদীর বুকে আত্মপ্রকাশ করে।
শেরপুরের দক্ষিণ-পশ্চিম প্রান্তের মৃগী নদী ব্রহ্মপুত্রের অববাহিকারূপে প্রসারিত ছিলো। পরবর্তীকালের ইচলি বিল এই অববাহিকারই স্তব্ধ ভগ্নাংশ। বর্তমানে চর এলাকার কোন কোনটির নামের পরিবর্তন ঘটেছে। পুরনো নাম হারিয়ে যাচ্ছে। যেমন শহরের নবীনচরের নাম হয়েছে নবীনগর। চরশেরপুর, চরপক্ষীমারী, লছমনপুর, জঙ্গলদী ব্রহ্মপুত্রের এসব চরভূমি প্রায় তিনশত বছরের পুরনো। শেরপুরের উত্তরাংশে ছিল দুর্গম পার্বত্য ও অরণ্য অঞ্চল।
পাহাড়ী এসব উপত্যকায় ছিলো আদিবাসী কোচ, গারো, হাজং, রাজবংশি, হদি, বানাই, বর্মনদের বাস। বন্যহাতি, বনমহিষ, বাঘ, ভল্লুকসহ নানা হিংস্র সব জীবজন্তুর আবাস ছিলো এসব অরণ্য রাজীতে। খ্রিস্ট্রীয় চতুর্দশ শতাব্দিতে শেরপুরের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী সামন্তর পৃথক রাজত্ব কায়েম করেছিলো। গড়জড়িপা ছিলো তার অন্যতম। পঞ্চদশ শতাব্দির শেষভাগে সেসব সামন্তরাজের অবসান ঘটে।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
২। প্রার্থীর বয়স ১০/০৪/২০২২ খ্রি. তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যার এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়স নিরূপণের ক্ষেত্রে কোন এফিডেফিট গ্রহণযােগ্য নয়।
৩। এ নিয়ােগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়ােগ বিধিমালা, ২০২১ অনুসরণ করা হবে।
৪। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অব্যশই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
৫। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৬। নিয়ােগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়ােগ বিধি মােতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীরাই কেবল মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৭। চাকুরীর জন্য আবেদন অনলাইনে আগামী ১০/০৪/২০২২ খ্রি. তারিখ রাত ১২.০১ ঘটিকা হতে ১৯/০৫/২০২২ খ্রি. রাত ১১.৫৯ পর্যন্ত দাখিল করা যাবে। অফিসে সরাসরি/ ডাকযােগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযােগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৮। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযােগ্য কাগজপত্রের তালিকা;
ক) সকল সনদ/ প্রত্যয়ন/অনাপত্তিপত্র।
খ) শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
ঙ) আবেদনকারীর পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
চ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযােদ্ধা ও শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযােদ্ধা/ শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধার সনদপত্র।
ছ) আক্ৰেদনকারী বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযােদ্ধার/ শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যাগণের পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
জ) অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/ সনদপত্র।
৮। নিয়ােগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়ােগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন করা হবে।
৯। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নিয়ােগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না। (চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রযােজ্য) প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। তাছাড়া চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য হবে না।
১১। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না ।
১২। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা ও নিয়ােগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি/বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে।
১৩। প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকান টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি/শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dcsherpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ১০/০৪/২০২২ খ্রি. রাত ১২:০১ টা।
ii. Online -এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৯/০৫/২০২২ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ।
iii.উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮0 Pixel), স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নিদের্শনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application's Copy পাবেন। উক্ত Applications Copy প্রার্থী রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applications Copy তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মােবাইল নম্বর হতে ০২ (দুই)টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর SMS সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মােট ১১২/- (একশত বার) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তুর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
নিয়মাবলী:
প্রথম SMS: DC Sherpur <space><User ID> লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : DC Sherpur WRMQ9X7V send to16222.
Date. Application's Name Taka 112/ - Will be charged as application fee. Your PIN 12345678.
To pay fee Type DC Sher pur <space> Yes<space>PIN and Send to 16222.
দ্বিতীয় SMS : DC Sherpur <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : DC Sher pur YES 12345678 & send to 16222
Reply : Congratulation Applicant's Name payment completed Successfully for DC Sher pur Application for xxxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and password (XXXXXXxxxxxxxx)
দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি SMS এ password পাবেন।
চ. SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং password টি ভবিষ্যতে প্রয়ােজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে।
ছ, SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অব্যশই প্রদর্শন করতে হবে।
জ. Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ঝ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcsherpur.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর এর WWW.sherpur.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে যােগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানাে হবে। শুধু Teletalk Pre-paid মােবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID Glat 211769 DC Sher pur <space>HELP<space>User<space>User ID Send to 16222.
Example: DC Sher pur HELP User ABCDEF & send to 16222.
ii. PIN otat 2177669 DC Sher pur <space>HELP<space>PIN<space>PIN No & send to 16222
Example: DC Sher pur Help PIN 12345678 & send to 16222.
ঞ. Online- এ আবেদন করতে কোন সমস্যা হলে, যে কোন টেলিটক মােবাইল নম্বর থেকে ১২১ এ কল করুন। এছাড়াও vas.query@teletalk.com.bd এই ই-মেইলে যােগাযােগ করা যাবে।
১৫. প্রার্থীর যােগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে তাঁর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক-ছ) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে (মুক্তিযােদ্ধা সনদের ক্ষেত্রে দুটি) সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক) প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদ (প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)।
খ) জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ ও অন্যান্য সনদ।
গ) কোটার স্বপক্ষে প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র। যেমন
i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মুক্তিযােদ্ধা সনদ যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত। উল্লেখ্য যে, আবেদনকারী বীর মুক্তিযােদ্ধা/ শহিদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনী হলে আবেদনকারী যে বীর মুক্তিযােদ্ধা/শহিদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনী এই মর্মে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
ii) প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ। i
iii) ক্ষুদ্র নৃ-গােষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ।
iv) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাটিফিকেট।
ঘ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)।
ঙ) পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের কপি।
চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
ছ) সরকার অনুমােদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ সনদ।
৬. নিয়ােগ সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
** যথাসময়ে Online-এ আবেদনপত্র পূরণ ও ফি জমা করার পরামর্শ দেয়া হলাে।
সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:
চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।