নিয়োগ বিজ্ঞপ্তিঃ
Ministry of Defence Job Circular 2022: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১১তম গ্রেডে (১২,৫০০-৩০,২৩০/- টাকা) নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছেন :
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১। প্রার্থীর বয়স ৩০ এপ্রিল, ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩। প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে। প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে।
৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী https://job.shmrmi.gov.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
i. আবেদন ফি ৫০০/- (পাঁচশত) টাকা (চার্জ প্রযোজ্য)।
ii. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ০৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ।
Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। Online-এ আবেদনপত্র Submit করার পরে তথ্য পরিবর্তনের কোন সুযোগ নেই।
Online-এ আবেদনপত্র Submit ক্রার পরে স্বয়ংক্রিয়ভাবে SMS-এর মাধ্যমে USER ID আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে যাবে।
খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা ছবি রঙিন (300x300) pixel ও স্বাক্ষর (180x80) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন, যার সর্বোচ্চ সাইজ হবে ২০০ কেবি।
গ. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যে কোন নগদ একাউন্ট নম্বর থেকে https://job.shmrimi.gov.bd ওয়েবসাইটের PAYMENT অপশনে গিয়ে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ঘ. আবেদন ফি জমা হবার পরে, আবেদনপত্রে উল্লিখিত ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি ভেরিফাইড কপি যাবে যা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
ঙ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে এবং পূর্বে প্রেরিত User ID ব্যবহার করে ADMIT CARD ডাউনলোডের জন্য https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটের ADMIT CARD অপশন থেকে ডাউনলোড করা যাবে। পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পেমেন্টের তথ্য, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত ডাউনলোডকৃত প্রবেশপত্রটি প্রার্থী রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
চ. Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. Online-এ আবেদনকৃত ভেরিফাইড আবেদনপত্রের ক্ষেত্রে প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে প্রার্থীর নাম, User ID, মোবাইল নম্বর, পদের নাম, পেমেন্টের তথ্য উল্লেখ করে সমস্যার বিবরণসহ ইমেইল [ejobsupport@shmrmi.gov.bd] করতে পারবেন।
৫। আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.৫-এর নিচে গ্রহণযোগ্য নয়।
৬। শিক্ষকগণের নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে।
৭। নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না। তবে, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড'-এর সুবিধা প্রাপ্য হবেন।
৮। জুনিয়র শিক্ষক পদে প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত, মৌখিক ও পাঠদান পরীক্ষা নেয়া হবে।
৯। প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা সরকারি/বেসরকারি সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
১০। মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে মূল সনদসমূহ প্রদর্শন করতে হবে।
১১। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক/ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। এছাড়া আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে।
১২। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ আইন, বিধি-বিধান ও নির্দেশনা অনুসরণ করা হবে।
১৩। উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানসমূহে বদলিযোগ্য হবে।
১৪। চূড়ান্তভাবে নির্বাচিত ও পেমেন্ট ভেরিফাইড প্রার্থীদের Online-এর মাধ্যমে প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে। সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অসম্পূর্ণতা (Substantively Incomplete) পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারী আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোনো উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫। প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখ যোগ্য (Substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সংরক্ষণ করে।
১৬। নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশোধন/বাতিল/শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কাজের সংক্ষিপ্ত বিবরণ
- চাকরির নিয়োগকারীঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
- চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
- পত্রিকার নামঃ দৈনিক যুগান্তর
- প্রকাশের তারিখঃ ০২ এপ্রিল ২০২২
- মোট পোস্টঃ ০৪
- মোট জনবলঃ ৪৯
- আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে
- লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
- অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
- শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে দেখুন
- অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
- আবেদন শুরু করার তারিখঃ -
- আবেদন শেষ তারিখঃ ০৮ মে ২০২২
- সরকারী ওয়েবসাইটঃ www.dmlc.gov.bd
সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:
চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।