-->

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

বাংলাদেশ রাবার বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Bangladesh Rubber Board Head Office

       

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

Bangladesh Rubber Board Head Office Job Circular 2022: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রাবার বোর্ড এর নিমেবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য সকল জেলার নাগরিকদের নিকট হতে নিম্নেবর্ণিত শর্ত সাপেক্ষে টেলিটক লিঃ এর মাধ্যমে অনলাইনে http;atbrb.teletalk.com.bd ওয়েবসাইট দরখাস্ত আহবান করেছেন।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • চাকরির নিয়োগকারীঃ বাংলাদেশ রাবার বোর্ড
  • চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
  • পত্রিকার নামঃ The Daily Newage
  • প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল ২০২২
  • মোট পোস্টঃ ১৫
  • মোট জনবলঃ ১৫
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে
  • লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে দেখুন
  • অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
  • আবেদন শুরু করার তারিখঃ ১০ এপ্রিল ২০২২
  • আবেদন শেষ তারিখঃ ১০ মে ২০২২
  • সরকারী ওয়েবসাইটঃ www.rubberboard.gov.bd




নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ

১। বাংলাদেশ রাবার বােওঁ (কর্মচারী) চাকুরি প্রবিধিমালা, ২০২০ অনুয়ায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে: 

২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ০১-০৪-২০২২ খ্রীঃ তারিখে আবেদনকারীর বয়স অনুগ্ধ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। মুক্তিয্যেকার পুত্র-কন্যার পু-কন্যাদের (নাতি-নাতনি) বয়সের উর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বহুৱ। বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযােগ্য নয়। 

৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাৱলীঃ 

(ক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইহুক প্রার্থীগণ www.rubberboard.gov.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্মকূপঃ

i. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১০ এপ্রিল ২০২২, সকাল ১০ টা।

ii. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১০ মে ২০২২ বিকাল ০৫০০ টা।\

উক্ত সময়সীমার মধ্যে কেবলমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্যাৱিত তারিখ ও সময়ের পরে sms এর মাধ্যমে ফি জমানান এবং অনলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না।

* ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশােধনের সুযােগ রহেছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। 

(খ) Online আবেদন পত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 10 ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। 

(গ) Online আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কানে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদন পত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। 

(ঘ) প্রার্থী Online পুরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মােধিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। 

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ঔ পরীক্ষার ফি প্রদানঃ 

Online বেদনপত্র (Application Form) যথাযথ ভাবে পূরণ করে নির্দেশনা মত ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ Application Preview দেখা যাবে। নির্ভুল ভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষর ধুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংৰক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যেকোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা এবং অনলাইন ফি বা Toletalk এর সাঞ্জিস চার্জ বাবদ ৫৯/-(ছয়) টাকা অফেরতযােগ্য মােট ৪৫-পাঁচশত ছায়ার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা। 

প্রথম SMSRUBBERBOARD<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

Example: RUBBERBOARD ABCDEF 

Ruply Applicant's Name, TK.112/56 will be charged as application fou. Your PIN is 12345678. Tu Pay fee Type RUBBERBOARD Space> Yes Space>PIN and send to 16222 

দ্বিতীয় SMS: RUBBERBOARD<Space>Yes<Space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।Example: RUBBERBOARD Yes 12345678 

Reply: Congratulations Applicant's Name. Payment completed successfully for Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXX). 

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:/brb.teletalk.com.bd ওয়েবসাইট ও প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মানে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক ফল রাঘ, SMS পক্ষা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিক ভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

(ছ) SMSএর মাধ্যমে প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথা সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পুর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উকাণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। 

(জ) প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষা গ্রহণের পর কেবল উঠীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিন্মলিখিত প্রয়ােজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়নপ্রত্যয়ন ১ম শ্রেণীর গেজেটি কর্মকর্তা কাক সম্পাদিত হতে হবে। 

(ক) সকল শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি। 

(খ) প্রযােজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি। 

(গ) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র সিটি করপােরেশনের ওয়ার্ক কমিশনার কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উন্নথকৱত) জাতীয়তাৱ সালের মূল সত্যায়িত কপি। 

(ঘ) প্রথম শ্রেনির গেজেটে কর্মকর্তা কক প্রদত্ত চারিত্রিক সনন। 

(ঝ) প্রার্থী বীর মুক্তিয়ােন্ধা/ শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযােদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্ত, গেজেট নম্বর ও তারিখ, মুক্তিঘােন্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/জমশন, মুক্ত মুক্তিযােদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরােক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধার সম্পর্কের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়য় সিটি করপােরেশনের ওয়ার্ক কমিশনার কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র। প্রার্থী এবং তার পিতা মাতার জাতীয় পরিচয় পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

(ঞ) প্রবেশপত্রের অনুলিপি।

(ট) Applicant's Copy -এর অনুলিপি। 

(ঠ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরুণ কৱে নিজনিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। 

i) User ID জানা থাকলে:RUBBERBOARD<space>Help<space>User<space>User ID& Send to 16222 Example: RUBBERBOARD Help User ABCDEF& Send to 16222. 

ii) PIN Number : RUBBERBOARDC<space>Help<space>PIN<space>PIN Number& Send to 16222 Example: RUBBERBOARD Help PIN 12345&Send to 16222 

(দ) (বিবিধ):

(i) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদশে তারার বাের্ড এর নিজস্ব ওয়েবসাইট www.rubberboard qov.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে সৱাসরি httpsalljobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। 

(ii) নিয়ােগ ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে বাংলাদশে রাবার বাের্ড এর নিজস্ব ওয়েবসাইটে www.rubberboard.gov.bd বা httputbrbtoletalk.com.bd এবং https:/ralljobs.teletalk.com.bd ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। 

iii) Online এ আবেদন করতে কোনাে সমস্যা হলে চেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs,query@teletalk.com.bd 4 মেইল করা যেতে পারে। (Mail Subject-4 Organization Name: RUBBERBOARD, Post Name: ... Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।) 

(iv) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্র অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 

০৪। Online আবেদন ও নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য জৰে। নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্যানি বাংলাদেশ রাবার বাের্ডের ওয়েবসাইট www.rubberboard gov.bd তে পাওয়া যাবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সুচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের মােবাইলে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে এবং বাংলাদেশ রাবার বাের্কের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

০৫। নিয়ােগের ক্ষেত্র কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। 

০৬। লিখিত/মেৰিকাৰহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ক্তি প্রদান করা হবে না। 

০৭। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করা এবং পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Advertiser