-->

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Bangladesh Film Archive

        

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

Bangladesh Film Archive Job Circular 2022: ‘দেশী ও বিদেশী উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্যে বেতনে নিম্নবর্ণিত পদসমূহে প্রকল্প মেয়াদে (জুন ২০২৪ পর্যন্ত) জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছেন।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • চাকরির নিয়োগকারীঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ
  • চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
  • পত্রিকার নামঃ The Daily Star
  • প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল ২০২২
  • মোট পোস্টঃ ০৬
  • মোট জনবলঃ ০৮
  • আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে/কুরিয়ার
  • লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে দেখুন
  • অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
  • আবেদন শুরু করার তারিখঃ -
  • আবেদন শেষ তারিখঃ ১৯ মে ২০২২
  • সরকারী ওয়েবসাইটঃ www.bfa.gov.bd




প্রতিষ্ঠানের তথ্য

প্রতিষ্ঠানের নাম: Bangladesh Film Archive

বিস্তারিত দেখুন: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের চলচ্চিত্র, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র, প্রামাণ্যচিত্র সহ বিভিন্ন জিনিস সংরক্ষণ করে থাকে এবং এর প্রধান কার্যালয় ঢাকার এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, অবস্থিত।

ইতিহাসঃ ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক এটি ‘ফিল্ম ইন্সটিটিউট এন্ড আর্কাইভ’ নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটি ব্রাসেলসে অবস্থিত ফিল্ম আর্কাইভ সমূহের আন্তর্র্জাতিক “সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভের” (FIAF) সদস্য পদ লাভ করে। ১৯৮৪ সাল এটির নাম পরিবর্তন করে “বাংলাদেশ ফিল্ম আর্কাইভ” করা হয় ও এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।

২০১৬ সালে প্রতিষ্ঠানটি প্রমথেশ চন্দ্র বরুয়ার দেবদাস চলচ্চিত্রের মূল অনুলিপি ভারতকে প্রদান করেছিল।

চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে চলচ্চিত্র কেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১৭ মে তথ্য মন্ত্রণালয়ের অধীন ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় । ১৯৮৪ সালে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ নামকরণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ভাড়া বাড়িতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম পরিচালিত হতো, নিজস্ব কোন ঠিকানা ছিল না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে ঢাকার আগারগাঁও এ প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশ্বমানের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ফিল্ম আর্কাইভ ভবন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং  ২০১৮ সালের ০১ নভেম্বর নবনির্মিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন উদ্বোধন করেন। এছাড়াও প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ‘চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফিল্ম আর্কাইভে ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন করা হয়। ফলে এনালগ ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তর, রেস্ট্রোরেশন ও সংরক্ষণ ব্যবস্থায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আধুনিক প্রযুক্তির সক্ষমতা লাভ করে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণ সহ অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেলুলয়েড দলিলাদির গর্বিত সংরক্ষণাগার ।

-৮, -৪, ০, +৮, +৪ এবং +১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সম্বলিত ০৬টি অত্যাধুনিক ভল্টে সেলুলয়েড দলিলাদি সংরক্ষণ করা হয়। বর্তমানে ১১৩৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১২৫৪টি চলচ্চিত্র এবং ৪৮৮টি সংবাদচিত্রসহ মোট ২৯৯৪টি চলচ্চিত্রের সংগ্রাহক।  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সুপরিসর ডুপ্লেক্স লাইব্রেরিতে সংগৃহীত পুস্তকসহ বিভিন্ন সামগ্রীর সংখ্যা ৬৯১৭৫ টি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ডিজিটাল ল্যাবে অদ্যাবধি সর্বমোট ৬২৪টি চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র ডিজিটাল ফরমেটে রূপান্তর করেছে । এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ আসনবিশিষ্ট একটি মাল্টিপারপাস হল, ৩০০ আসনবিশিষ্ট একটি প্রজেকশন হল এবং ১২০ আসনবিশিষ্ট একটি সেমিনার হল, দেশের একমাত্র ফিল্ম মিউজিয়াম রয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৮০ সালে বিশ্বব্যাপী আর্কাইভের আর্ন্তজাতিক সংগঠন ইন্টারন্যাশানাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস্‌ (FIAF) এর  এবং ২০১৯ সালে ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশন অব অডিও ভিজ্যুয়াল আর্কাইভ (IASA) এর সদস্য পদ লাভ করে। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা, এর লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যাবলী, ডিজিটাইজেশন, পরিচালন নীতিমালা, সিটিজেন চার্টার, গবেষনা ও প্রকাশনা, ফিল্ম ভল্ট ও ফিল্ম সংরক্ষণ এবং চলচ্চিত্র প্রদর্শনী, ইনোভেশন ও চলতি কার্যক্রম সহ সকল বিষয়ে এ সাইট থেকে বিস্তারিত জানা যাবে।  চলচ্চিত্র অনুরাগী ব্যক্তিবর্গ এবং আমাদের নতুন প্রজন্মের চলচ্চিত্র সংশ্লিষ্ট তথ্য ও উপাত্তের চাহিদা পূরণে  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইটটি সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ

 ১. নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইটে (www.bfa.gov.bd) আবেদন ফরম পাওয়া যাবে। 

২. আবেদনপত্র আগামী ১৯.০৫.২০২২ তারিখ অফিস সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, দেশী ও বিদেশী উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর ডাক/কুরিয়ার যােগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

৩. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: 

(ক) আবেদনকারীর সদ্যতােলা ৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, 

(খ) শিক্ষাগত যােগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, 

(গ), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র, 

(ঘ) পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি 

(ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র, 

(চ) কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অনুলিপি, 

(ছ) প্রার্থীর নাম ও ঠিকানাসম্বলিত ১০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ,”x১,” সাইজের ১টি ফেরত খাম। 

৪. পদসমূহে নিয়ােগ প্রকল্প মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। 

৫. ১৯.০৫.২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীরমুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা অথবা মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। মুক্তিযােদ্ধা কোটার আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 

৬. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ১৯.০৯.২০০৪ তারিখে জারীকৃত সম/সওব্য/টিম-১(২)/১১/২০০৩-১৬৫ সংখ্যক স্মারক অনুসারে সমাপ্ত প্রকল্পের জনবল অন্য প্রকল্পে নিয়ােগের ক্ষেত্রে প্রবেশ পদে নিয়ােগের বয়সসীমা শিথিলযােগ্য। 

৭. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য। 

৮. নিয়ােগের ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধি-বিধান ও কোটাপদ্ধতি অনুসরণ করা হবে। 

৯. সরকারি/আধা-সরকারী সংস্থায় চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 

১০. আবেদনপত্রের সাথে সকল প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ১০০/- (একশত) টাকা মাত্র কোড নং- ১-৩৩৭৩-০০০০-২০৩১ এ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। কোন অবস্থাতেই। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযোগ্য হবে না। 

১১. ডাটা এন্ট্রি অপারেটর পদে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 

১২. প্রার্থীকে লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

১৩. প্রার্থীকে খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং মুক্তিযােদ্ধার সন্তান হলে পােষ্য উল্লেখ করতে হবে। 

১৪. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। 

১৫. আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার প্রমাণসহ মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। 

১৬. নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Advertiser