-->

মঙ্গলবার, ৩১ মে, ২০২২

সুমানগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Sunamganj Palli Bidyut Samiti Job Circular 2022

          

Sunamganj Palli Bidyut Samiti Job Circular 2022: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লােকবল নিয়ােগ/প্যানেল তৈরীর নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আহবান করেছেন।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • চাকরির নিয়োগকারীঃ সুমানগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি
  • চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
  • পত্রিকার নামঃ  দৈনিক ইত্তেফাক
  • প্রকাশের তারিখঃ ২৬ মে ২০২২
  • মোট পোস্টঃ ০৩
  • মোট জনবলঃ ১৫
  • আবেদন প্রক্রিয়াঃ সরাসরি/ডাকযোগে
  • লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • শিক্ষাগত যোগ্যতাঃ নীচে দেখুন
  • অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
  • আবেদন শুরু করার তারিখঃ -
  • আবেদন শেষ তারিখঃ ২৩ জুন ২০২২
  • সরকারী ওয়েবসাইটঃ www.pbs.sunamganj.gov.bd






সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ শতাবলী
  • প্রার্থীকে অবশ্যই দ্র ও প্রফুল্ল চিত্তে জন সাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রার্থমিক অবস্থায় এক বছরের জন্য অনুপ্রবেশনে নিয়োগ করা হবে।
  • অনুপ্রবেশনে থাকাকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পাদন, বাৎসরিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপাের্ট সন্তোষজনক বিবেচিত হলে এবং পল্লী বিদ্যুতায়ন বাের্ড কর্তৃক আয়ােজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ (পবিস নির্দেশিকা-৩০০-১৪, ৩০০-১৭, ৩০০-২৪ এবং ৩০০-৫১) শর্ত প্রতিপালন সাপেক্ষে চাকুরীতে নিয়মিতকরণসহ মূল বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
  • বর্ণিত সকল পদে নিয়ােগ লাভে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সাম্প্রতিক তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি, ০১ (এক) কপি ছুরি আবেদন ফরমের নির্ধারিত স্থানে, ০১ (এক) কপি ছবি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে ভাল মানের আইকা/আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে ছবির উপর ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং ০১ (এক) কপি ছবি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ট্যাপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের মেয়রের নিকট হতে নাগরিকত্ব সনদ ও ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম সম্বিলিত সীল দ্বারা সকল কাগজ ও ছবি সত্যায়িত হতে হবে) এবং সুনামগঞ্জ পল্লী
  • বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোন তফসীল ব্যাংক হতে ১০০/= (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পােষ্টাল অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। 
  • অন্য কোন সংস্থা হতে অপসারিত/বরখাস্থকৃত এবং পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বরখাস্তকৃত ও স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 
  • প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কেউ তথ্য গােপন করে নিয়ােগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্তু ব্যতিরেকেই তাৎক্ষনিকভাবে বরখস্থিকরণসহ দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা হণ করা হবে। 
  • অত্র পবিস-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কিংবা বাের্ড পরিচালকদের দ্বামী/স্ত্রীর রক্ত সম্পৰ্কীয় কেউ আবেদন করতে পারবে না। 
  • বিজেপ্তি প্রকাশের পর হতে নিয়ােগের পূর্ব মুহুর্ত পর্যন্তু কোন পদে নিয়ােগ বদলী/পদোন্নতির মাধ্যমে কোন জেলা কোটা পূর্ণ হলে সে জেলার প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না, | মেধা তালিকাভুক্ত হলেও জেলা কোটা না থাকলে প্যানেল হতে নিয়ােগ বিবেচনা করা হবে না। 
  • প্রার্থীকে বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সহ যে কোন জোনালসাব-জোনাল অফিসে চাকুরী করতে সম্মত থাকতে হবে। 
  • মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। 
  • অসম্পূর্ণ এবং ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। 
  •  নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 
  • সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 
  • থামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। 
  • যে কোন পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গন্য করা হবে। 
  • নিয়ােগ সংক্রান্তু যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিন্ধাই চুড়ান্তু বলে গন্য হবে।


সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Post Related Tag: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2021,পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি,পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি 2021,সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022,সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022,পল্লী বিদ্যুৎ,বিলিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি,পল্লী বিদ্যুৎ আবেদন ফরম,পল্লী বিদ্যুৎ চাকরি 2021,পল্লী বিদ্যুৎ চাকরির খবর,পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন ফরম,ড্রাইভার এবং অফিস সহায়ক পদে নিয়োগ,ড্রাইভার এবং অফিস সহায়ক পদে নিয়োগ,মিটার রিডার পদে চাকরি,palli bidyut job circular 2022,palli bidyut job circular,palli bidyut job circular 2021,polli bidyut job circular 2022,palli bidyut samity job circular 2022,bangladesh palli bidyut samity job circular 2022,govt job circular 2022,palli bidyut new job circular,job circular 2022,bd job circular 2022,palli bidyut job,polli bidyut job circular,new job circular 2022,sunamganj palli bidyut job circular,palli bidyut sunamganj job circular

Advertiser