-->

মঙ্গলবার, ৩১ মে, ২০২২

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Rangamati Hill District Council Job Circular 2022

          

Rangamati Hill District Council Job Circular 2022: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক" এর শূন্য পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়ােগের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করেছেন।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • চাকরির নিয়োগকারীঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ 
  • চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
  • পত্রিকার নামঃ  দৈনিক কালের কণ্ঠ
  • প্রকাশের তারিখঃ ৩১ মে ২০২২
  • মোট পোস্টঃ ০১
  • মোট জনবলঃ ৪৬২
  • আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে
  • লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • শিক্ষাগত যোগ্যতাঃ নীচে দেখুন
  • অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
  • আবেদন শুরু করার তারিখঃ -
  • আবেদন শেষ তারিখঃ ৩০ জুন ২০২২
  • সরকারী ওয়েবসাইটঃ www.rhdc.gov.bd






আবেদন পদ্ধতি


০১। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে ৪ নং ক্রমিকে উল্লেখিত কাগজপত্রসহ আগামী ৩০/০৬/২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বায়ে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযােগেও আবেদনপত্র প্রেরণ করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযােগে কোনাে দরখাস্ত গ্রহণ করা হবে না। 
০২। আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফরম যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। নির্ধারিত “চাকরির আবেদন ফরম” ও “প্রবেশপত্রের নমুনা ফরম” রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd থেকে ডাউনলােড করা যাবে। 
০৩। আবেদনকারীকে “চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ” এর অনুকূলে সরকার অনুমােদিত যে কোনাে ব্যাংক হতে ৪০০/= (চারশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযােগ্য) আবেদনের সাথে জমা দিতে হবে। কোনাে প্রকার পােষ্টাল অর্ডার গ্রহণ করা হবে না।
০৪। আবেদনপত্রের সাথে নিম্নে উল্লিখিত প্রয়ােজনীয় সকল সনদপত্র/প্রত্যয়ন/তথ্য/কাগজপত্রাদির (সত্যায়িত) ০১ (এক) সেট জমা দিতে হবে। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নিচে নামসহ সীল থাকতে হবে। 
ক) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন ছবি। 
খ) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র। 
গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। 
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 
ঙ) স্থায়ী বাসিন্দার সনদপত্র (সংশ্লিষ্ট মৌজার হেডম্যান বা ইউপি চেয়ারম্যান বা ক্ষেত্রমতে পৌরসভার মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ যাহা সার্কেল চীফ/জেলা প্রশাসক কর্তৃক প্রতিস্বাক্ষরিত অথবা সার্কেল চীফ/জেলা প্রশাসক কর্তৃক সরাসরি প্রদত্ত সনদ)। 
চ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধা সন্তানের পিতামাতা অথবা পিতামাতার পিতামাতা এর মুক্তিযােদ্ধা সনদপত্র। 
ছ) প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। যাহা সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষরিত। 
জ) প্রার্থীর নিজের, পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র।
 ঝ) পােষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সদ্য (৩১ মে ২০১২ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পোষ্য সনদপত্র। 
০৫। সরকারি চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 
০৬। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যােগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর বর্তমান (আবেদনে উল্লেখিত পত্র যােগাযােগের ঠিকানা) ঠিকানায় “লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড" প্রেরণ করা হবে। 
০৭। খামের উপর বাম দিকে পদের নাম ও স্থায়ী ঠিকানাভিত্তিক প্রার্থীর নিজ উপজেলার নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি কোটা থাকলে সেই কোটার নামও ডান দিকে উপরে উল্লেখ করতে হবে। 
০৮। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট কোনাে ক্রমেই গ্রহণযােগ্য নহে। 
০৯। যােগ্যতা পূরণ সাপেক্ষে সরকার নির্দেশিত মেধা কোটা, উপজাতীয়, অউপজাতীয়, পােষ্য কোটাসহ সকল ধরনের কোটা অনুসরণ পূর্বক নিয়ােগ দেওয়া হবে। 
১০। দরখাস্তকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলার জন্য বা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়ােগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। 
১১। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 
১২। এ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়ােগ প্রদান করতে বাধ্য থাকবে না। 
১৩। অসত্য/ভুয়া তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোনাে তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনাে পর্যায়ে বা নিয়ােগপ্রাপ্তির পরেও অসত্যভুয়া প্রমাণিত হলে তাঁর দরখাস্ত/নির্বাচননিয়ােগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তাঁর বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
১৪। লিখিত পরীক্ষার ফলাফল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নােটিশ বাের্ডে ও জেলা পরিষদের | ওয়েবসাইট www.rhdc.gov.bd এ প্রকাশ করা হবে। 
১৫। প্রার্থী বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Post Related Tag: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পূনর্গঠন,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,খাগড়াছড়ি পার্বত্য জেলা,#রাঙ্গামাটি পার্বত্য জেলা,রাঙ্গামাটি,#রাঙ্গামাটি জেলা পরিষদ,#পার্বত্য জেলা পরিষদ,জেলা পরিষদ হর্টিকালচার পার্ক,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ ২০২২‌,রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,অন্তবর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ,১৫ সদস্যের অন্তবর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ,sorkari job circular 2022,bd govt job circular 2022,latest govt job circular 2022,bd job circular 2022 govt,gov jobs circular,recruitment circular s,bd government job circular 2022,job circular 2021,govt job circulars,sorkari job circular,rangamati dc office job circular 2022,dc office job circular 2022 rangamati,dc office job circular 2022,rangamati zila parishad job circular 2022,rangamati unnayan board job circular 2022,dc office jobcircular 2022 rangamati

Advertiser