০১। উল্লেখিত পদে নিয়ােগ লাভে আগ্রহী প্রার্থীগণকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইট (www. pbs. habiganj.gov.bd) হতে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইট (www.reb.gov.bd) A4 সাইজের কাগজে নির্ধারিত আবেদন ফরম (ফরম নং-পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউন লােড পূর্বক সংগ্রহ করতে হবে (পুরণযােগ্য প্রবেশপত্র)। সংগৃহীত আবেদন ফরম স্বহস্তে যথাযথভাবে পূরণ পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে অগ্রণী ব্যাংক হতে ১০০.০০ (একশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতঃ আগামী ০৯/০৬/২০২২খ্রিঃ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ঠিকানায় প্রয়ােজনীয় কাগজপত্রসহ ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণযােগ্য হবেনা। সাদা কাগজে লিখিত বা সরাসরি টাইপকৃত কোন আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
০২। আবেদন পত্রের সাথে নিমােক্ত কাগজাদি সংযুক্ত করতে হবেঃ
ক) ছবির পিছনে প্রার্থীর নাম লিখা সম্বলিত সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
খ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত কপি। (মার্কশীট/প্রশংসা পত্র গ্রহণযােগ্য নয়)
গ) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ। পৌরসভার মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
ঙ) প্রথম শ্রেনীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
চ) অগ্রনী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা হতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকুলে অগ্রনী ব্যাংক লিমিটেড, শায়েস্তাগঞ্জ শাখার উপর সংগৃহীত ১০০.০০ (একশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।
০৩। ক্রমিক নং ০১ এবং ০৩ এ বর্ণিত পদের প্রার্থীদের ১০/০৫/২০২২খ্রিঃ তারিখ বয়স ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/ শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানদের সন্তান এর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন পত্রের সাথে প্রমাণস্বরূপ মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার (সরকারী নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে) সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ক্রমিক নং-০২ এ বর্ণিত পদের প্রার্থীগণের বয়স সীমা ১৮ হতে ৪৫ বছর পর্যন্ত হতে হবে।
০৪। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল পাওয়া গেলে আবদেনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযােজ্য না হয় সেই ক্ষেত্রে প্রযােজ্য নয়” উল্লেখ করতে হবে।
০৫। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা নিজ জেলাসহ আবেদন পত্রের প্রদত্ত অন্যান্য যে কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
০৬। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের জন্য ‘অন-প্রবেশনে”নিয়ােগ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যােগদানের সময় স্থানীয় সিভিল সার্জন পবিসের রিটেইনার চিকিৎসক। নিকট হতে সুস্থতার স্বাস্থ্যগত সাটিফিকেট (Dope Test রিপাের্টসহ), স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞের নিকট হতে চোখের সুস্থতার সাটিফিকেট দাখিল করতে হবে। অন-প্রবেশন কালে অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পাদন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড কর্তৃক আয়ােজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ, বার্ষিক কর্মমূল্যায়ন,হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ও পুলিশ ভেরিফিকেশন রিপাের্ট সন্তোষজনক বিবেচিত হলে (পবিস নির্দেশিকা ৩০০-১৪, ৩০০-১৭, ৩০০-২৪ এবং ৩০০-৫১ মােতাবেক) শর্ত সাপেক্ষে সমিতির নিজস্ব বেতন কাঠামাের নির্ধারিত বেতন পরিধিতে নিয়মিত করা হবে।
০৭। অত্র পবিসের এলাকা পরিচালক/মহিলা পরিচালক ও সমিতির কর্মকর্তা/কর্মচারীদের রক্তের কেউ অথবা তাদের স্বামী/স্ত্রী-দের রক্তের সম্পর্কীয় কারাে আবেদন করার প্রয়ােজন নেই। এ সংক্রান্ত যে কোন তথ্যের সত্যতা প্রমাণিত হলে যেকোন সময়ে তার প্রার্থীতা বাতিল করা হবে।
০৮। প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে অথবা তথ্য গােপন রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
১০। বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়ােগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন পদে নিয়ােগ/বদলী/ পদোন্নতির মাধ্যমে কোন জেলা কোটা পূর্ণ হলে সেই জেলার প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না। উল্লেখ্য যে, নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন সরকারি সর্বশেষ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হবে।
১১। অন্য কোন সংস্থা অথবা কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/বরখাস্তকৃত/স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের উক্ত পদে আবেদন করার প্রয়ােজন নাই। প্রতারণা করে অথবা কোন তথ্য গােপন করে নিয়ােগ প্রাপ্ত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোন তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে তাকে চাকুরীচ্যুত করা হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে ।
১৩। খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
১৪। যে কোন পদের জন্য তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য করা হবে।
১৫। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।