-->

বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । Bangladesh Bridge Authority Job Circular 2023

Bangladesh Bridge Authority Job Circular 2023বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ জনবল নিয়োগের নিমিত্তে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bba.gov.bd এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ০২ জন বিভিন্ন ক্যাটাগরির জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতা সম্পন্ন হলে ৩১ জানুয়ারী ২০২৩ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন Bangladesh Bridge Authority Job Circular 2023 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ 
  • চাকরির ধরণ: সরকারি চাকরি
  • চাকরির প্রকৃতি: ফুল টাইম (Full Time)
  • শূন্যপদ - Vacancy: ০২
  • বয়সসীমা: ১৮-৩৫ বৎসর ।
  • যোগ্যতা : দয়াকরে নিচে বিজ্ঞপ্তিতে দেখুন ।
  • লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
  • আবেদনের সময়সীমা: ০৯/০১/২০২৩ইং তারিখ হইতে ৩১/০১/২০২৩ ইং তারিখ পর্যন্ত।







আবেদনের পদ্ধতি – Apply Process Job Circular 2023

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। 


প্রথমে e-Recurment Menu অথবা www.eservice.bba.gov.bd/recruitment এর মাধ্যমে আগামী ০৯ জানুয়ারী ২০২৩ইং তারিখ সকাল ০৯.০০ টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারী ২০২৩ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনপত্র প্রক্রিয়া

আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb-এর মধ্যে হতে হবে। 

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন। সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মোবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে) একটি User ID ও Password প্রেরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশোধের নির্দেশনা দেয়া থাকবে। রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে; ০৫. প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ এ বর্ণিত পদের জন্য (অফেরতযোগ্য) ৬০০.০০ টাকা ও অনলাইন ফি বাবদ ১০.০০ টাকাসহ সর্বমোট ৬১০.০০ (ছয়শত দশ) টাকা এবং ক্রমিক নং ২ এ বর্ণিত পদের জন্য (অফেরতযোগ্য) ৫০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১০.০০ টাকাসহ সর্বমোট ৫১০.০০ (পাঁচশত দশ) টাকা পরিশোধ করতে হবে। আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিংক হতে পুনরুদ্ধার করতে পারবেন।


টাকা জমাদানের প্রক্রিয়া

১ম ধাপ: আবেদনের ওয়েবসাইটের e-Recruitment menu-তে ক্লিক করে লগইন অপশন ‘Applicant Login বাটনে ক্লিক করুন; 

২য় ধাপ: User ID ও Password প্রদান করে Applicant Dashboard-এ প্রবেশ করুন;

৩য় ধাপ: ‘Payment Information / Download Admit Card' মেনুতে ক্লিক করুন;

৪র্থ ধাপ: ‘Pay With bKash' লিংক-এ ক্লিক করার পর একটি পপআপ উইন্ডো আসবে। পপআপ উইন্ডো এর ‘your bKash account number' টেক্সট বক্সে যে বিকাশ এ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করা হবে সেটি প্রদান করুন;

৫ম ধাপ: বিকাশ এ্যাকাউন্ট প্রদান করার পর ‘CONFIRM' বাটনে ক্লিক করুন;

৬ষ্ঠ ধাপ: বিকাশ থেকে একটি গোপন ‘Verification Code' প্রদানকৃত বিকাশ এ্যাকাউন্টের নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। ‘Verification Code’ টি প্রদান করে ‘CONFIRM' বাটনে ক্লিক করুন;

৭ম ধাপ: বিকাশ এ্যাকাউন্টের PIN নম্বরটি প্রদান করে 'CONFIRM' বাটনে ক্লিক করুন;

৮ম ধাপ: সফলভাবে ফি পরিশোধ হয়ে গেলে 'Transaction Successful Your Payment has been successfully completed... ' মেসেজ দেখাবে এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন;

পরীক্ষার তারিখ, স্থান ও সময়

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের Website এবং প্রার্থীর মোবাইল (Mobile) ফোনে SMS এর মাধ্যমে (কেবল যোগ্য প্রার্থীদেরকে) পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানিয়ে দেয়া হবে।

চাকরির পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন recentbdjobscircular.blogspot.com


প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি বা ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

বাংলাদেশে বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মূল সর্বোচ্চ ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যথা-


(১) প্রিলিমিনারী (MCQ) পরীক্ষা।

(২) লিখিত পরীক্ষা।

(৩) মৌখিক পরীক্ষা।


সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Post Related Tag: www.bba.gov.bd,https://eservice.bba.gov.bd/recruitment,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি।,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ 2022,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আবেদন পদ্ধতি,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সার্কুলার 2022,বাংলাদেশ সেতু মন্ত্রণলয় নিয়োগ 2022,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আবেদন প্রক্রিয়া ২০২২,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারি চাকরি 2022,সেতু কর্তৃপক্ষ নিয়োগ 2022,সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022,সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,সাপ্তাহিক চাকরির পত্রিকা,অফিস সহায়ক পদে চাকরি,Bangladesh Bridge Authority Job Circular 2023,bangladesh bridge authority job circular 2023,bangladesh bridge authority job circular 2022,bangladesh bridge authority bba job circular 2022,bangladesh bridge authority,latest govt job circular 2022,bba job circular,job circular 2022,bba job circular 2023,bba job circular 2022,govt job circular 2022,job circular bd,new job notice 2022,sarkari chakrir khobor 2022,govt job circular,new chakrir khobor 2022,job circular,bba job 2023,sarkari job,job world bd

Advertiser