Ministry of Agriculture (MOA Job Circular 2022: কৃষি মন্ত্রণালয় এর অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Ministry of Agriculture (MOA) Job Circular 2022 has been published on the official website www.birtan.gov.bd উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ০৯ টি পদের অধীনে মোট ৪০ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী-পুরুষ উভয়েই আগামী ১৫ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Ministry of Agriculture (MOA) Niyog Biggopty 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
কাজের সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): কৃষি মন্ত্রণালয় – Ministry of Agriculture (MOA)
- চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
- চাকরির সময়কাল: স্থায়ী চাকরি।
- শূন্যপদ (Vacancy): ৪০ জন।
- বেতন (Salary): সর্বোচ্চ ২৭,৩০০/- টাকা।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
- বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ)।
- যোগ্যতা (Qualification) : বিজ্ঞপ্তিতে দেখুন।
- লিঙ্গ (Gender): পুরুষ উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
- জেলা (Job Location): বিজ্ঞপ্তিতে দেখুন।
- আবেদনের ফি (Application Fee) : ১১২/- টাকা।
- অফিসিয়াল ওয়েবসাইট (Official Website): www.birtan.gov.bd
- আবেদনের সময়সীমা (Application Deadline): ২২/০৯/২০২২ইং থেকে ১৫/১০/২০২২ইং তারিখ পর্যন্ত।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কে
Brief History জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোঃ ইব্রাহিম জনগণের পুষ্টির অবস্থা উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে ১৯৬৮ সনে ঢাকার অদূরে ডেমরা থানার জুরাইনে ‘‘ফলিত পুষ্টি প্রকল্প” নামে একটি প্রকল্প শুরু করেন। ফলিত পুষ্টি প্রকল্পের আশানুরূপ ফলাফলের ভিত্তিতে ১৯৭৯ সনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ১৫৪তম কাউন্সিল মিটিং-এ ‘‘ফলিত পুষ্টি’ প্রকল্পটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান-BIRTAN) করা হয়। কৃষি মন্ত্রণালয় ১৯৮০ সালে এ প্রকল্পের দায়িত্ব গ্রহণ করে। ১৯৯৩ সালে Bangladesh Agriculture Research Council (BARC) এ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হয়। বারটান-এর কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালীকরণের লক্ষ্যে মহান জাতীয় সংসদে 'বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আইন-২০১২' পাশ হয় এবং ১৯ জুন, ২০১২ তারিখে ২০১২ সালের ১৮ নং আইন হিসেবে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। বারটান-এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা ১১ জুলাই ২০১৬ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। অবকাঠামো: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর তীরে ১০০ একর জায়গায় নির্মিত হচ্ছে বারটান-এর প্রধান কার্যালয়। এখানে আন্তর্জাতিক মানের ফলিত পুষ্টি গবেষণাগারসহ, প্রশিক্ষণ ভবন, ডরমিটরি, অফিস ভবন, গবেষণার জন্য ফার্ম শেড, পুকুর, স্কুল ও কলেজ ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া বরিশাল, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা, নোয়াখালী (সুবর্ণচর) এবং রংপুরে (পীরগঞ্জ) গবেষণা ও প্রশিক্ষণের সুবিধা সংবলিত ০৭টি আঞ্চলিক কার্যালয় নির্মাণ করা হয়েছে।
বিস্তারিত কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি (SHNIYD Govt Job Circular)
কৃষি মন্ত্রণালয় নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদন পদ্ধতি (How to Apply SHNIYD Circular)
Job Circular 2022 Apply process is a online circular. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ২য় ধাপে আবেদন ফরমে উল্লেখিত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ১১২/- টাকা পরিশোধ করতে হবে।
চলুন আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-
- 1st step: Online Apply (অনলাইনে আবেদন)
- 2nd Step: Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ)
অনলাইনে আবেদন পদ্ধতি – Online Apply
- প্রথমে টাইপ করুন “http://birtan.teletalk.com.bd”.
- এখন “Application Form (Click here to apply Online)” এ ক্লিক করুন।
- Post সিলেক্ট করে next এ ক্লিক করুন।
- এখন “No” সিলেক্ট করে next চাপুন (নিচে উদাহরণ দেখুন)-
- সঠিকভাবে application form পূরণ করে Next এ ক্লিক করুন।
- ছবি এবং স্বাক্ষর (photo and signature) সঠিক সাইজে আপলোড করুন; নিচে সাইজ দেখুন।
- ছবি 300×300 pixel, সর্বোচ্চ 100kb and JPG format.
- স্বাক্ষর 300×80 pixel, সর্বোচ্চ 60kb and JPG format.
- ক্লিক করুন submit button এ।
- এখন আবেদন ফরমটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখুন।.
বি.দ্র: অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে।
আবেদন ফি পরিশোধ
অনলাইনে আবেদন পত্র (Application Form) পূরণ করলে একটি ইউজার আইডি (User ID) পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ আবেদন ফি বাবদ ১১২/- টাকা পে করতে পারবেন।
প্রথম SMS: BIRTAN <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
দ্বিতীয় SMS: BIRTAN <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
আবেদন করার সময়সীমা (SHNIYDApplication Deadline)
কৃষি মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনলাইনে আবেদনের সময়সীমা ২২ সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকা থেকে ১৫ অক্টোবর ২০২২ ইং তারিখ পর্যন্ত ৫.০০ ঘটিকা চার্জ পরিশোধ করা যাবে অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of SHNIYD Job Circular)
পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও কৃষি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট www.birtan.gov.bd এবং জব সাইট এর ওয়েবসাইট http://birtan.teletalk.com.bd এর মাধ্যমেও জানতে পারবেন। কৃষি মন্ত্রণালয় এ প্রবেশপত্র এখনও প্রকাশ করেনি। তবে যখনই ছাড়বে তখনই এখানে তার আপডেট পাবেন। Govt Job circular 2022 admit card will be published on the official website.
চাকরির পরীক্ষা (Written and Viva Exam)
লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ কৃষি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন www.recentbdjobscircular.blogspot.com
প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
বাংলাদেশে বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মূল সর্বোচ্চ ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যথা-
- প্রিলিমিনারী (MCQ Test)।
- লিখিত পরীক্ষা।
- মৌখিক পরীক্ষা।
- বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (www.birtan.gov.bd) দেখুন।
সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:
চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।
Post Related Tag: কৃষি মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি,কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022,কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,চাকরির পত্রিকা পিডিএফ,বাংলাদেশ কৃষি গবেষণা চাকরির নিয়োগ 2022,চাকরির খবর পত্রিকা,সরকারি চাকরি,সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা,চাকরির খবর,দৈনিক প্রথম আলো চাকরির পত্রিকা,বাংলাদেশ প্রতিদিন চাকরির পত্রিকা,নতুন চাকরি,সাপ্তাহিক চাকরির খবর,mk robin bd job 24,jel police job circular 2022,recent govt job circular 2022,fair service job circular 2022,Ministry of Agriculture (MOA) Job Circular 2022,ministry of agriculture job circular 2022,fair service job circular 2022,agriculture ministry job circular 2022,jel police job circular 2022,sainik job circular 2022,police job circular 2022,senabahini job circular 2022,bjri job circular 2022,bari job circular 2022,birtan job circular 2022,krishi montronaloy job circular 2022,bgb job circular 2021,new job circular 2022,govt job circular 2022,bangladesh senabahini job circular 2022,bd job circular 2022