GUK NGO Job Circular 2022: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ০৫ টি ক্যাটাগরীর অধীনে মোট ৬৯৫ জন নিয়োগ করা হবে। Gram Unnayan Karma (GUK) NGO Job Circular 2022 has been published on daily Prothom alo and the official website www.guk.org.bd। গাক এনজিওতে আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ০৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২২ ই তারিখ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
কাজের সংক্ষিপ্ত বিবরণ
- কোম্পানির নাম (Name of the Organization): গ্রাম উন্নয়ন কর্ম (গাক) – Gram Unnayan Karma (GUK)
- পদের নাম (Post Name) : পদের নামগুলো (মোট ০৫টি) নিচে দেখুন।
- চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
- শূন্যপদ / Vacancy: ৬৯৫ টি।
- Job Nature: ফুল টাইম।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম ডিগ্রী পাস/ সমমান পাশ।
- লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
- আবেদন ফি (Application Fee): প্রযোজ্য নয়।
- আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে (by post)।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.guk.org.bd
- আবেদনের সময়সীমা/ Application Deadline: ০৯/০৯/২০২২ইং থেকে ১০/১০/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
গাক এনজিও নিয়ােগ ২০২২ বিস্তারিত (SATU NGO Job Circular 2022)
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্রবান্ধব গাক চক্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিহ্রাসকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে ধরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনের পদ্ধতি – Apply Process of GUK NGO Job Circular
প্রার্থীকে স্বহস্তে লিখে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত, মােবাইল নম্বর, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম এবং মােবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ বিভাগীয় প্রধান, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনপত্র প্রেরণের সময় সীমা
আবেদনপত্র আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত কপি।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- শিক্ষাগত যোগ্যতার মূল ও অনুলিপি।
- অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
- নাগরিকত্ব সনদপত্র।
- জাতীয় পরিচয়পতত্রের কপি।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা
বরাবর,
বিভাগীয় প্রধান
মানবসম্পদ বিভাগ
গ্রাম উন্নয়ন কর্ম গাক
প্রধান কার্যালয়, গাক টাওয়ার
বনানী, বগুড়া।
অন্যান্য শর্তাবলী
- ১, ২ ও ৪ নং পদের প্রার্থীকে মােটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
- সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে ।
- উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মােবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। সকল পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে ।
বিঃদ্রঃ ফিল্ড অফিসার পদে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, | কালিয়াকৈর, কুষ্টিয়া, যশাের এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।
সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:
চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।
Post Related Tag: গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি,গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022,গাক নিয়োগ বিজ্ঞপ্তি 2022,গাক এনজিও নিয়োগ ২০২২,গাক এনজিও নিয়োগ,গাক এনজিও নিয়োগ 2022,গাক এনজিও চাকরির নিয়োগ ২০২২,এনজিও চাকরির খবর ২০২২,গাক এনজিও,গ্রাম উন্নয়ন কর্ম গাক নিয়োগ ২০২২,এনজিও,টেক ডট কম,গাক,guk ngo job circular,ngo job circular 2022,guk job circular 2022,guk ngo circular 2022,gram unnayan karma guk,guk ngo new job circular,all ngo job circular 2022,guk ngo job circular 2022,GUK NGO Job Circular 2022,guk job circular 2022,ngo job circular 2022,new ngo job circular 2022,all ngo job circular 2022,guk ngo job circular 2022,gram unnayan karma job circular 2022,ngo job circular,gram unnayan karma guk job circular 2022,jobs 2022,guk ngo 2022,bd job info,gram unnayan karma guk,guk ngo gaibandha,গাক এনজিও নিয়োগ 2022,gram unnayan karma,gram unnayan karma - guk bogra,গাক নিয়োগ বিজ্ঞপ্তি 2022,গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022,guk ngo,গাক এনজিও চাকরির নিয়োগ ২০২২