Bangladesh Navy Job Circular 2022: বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২২ সার্কুলার PDF প্রকাশিত হয়েছে। নতুন সার্কুলারটি প্রথম প্রকাশিত হয়েছে নেভি’র অফিসিয়াল ওয়েবসাইট joinnavy.navy.mil.bd -এ। নাবিক ও এমওডিসি পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে 17 আগস্ট 2022 তারিখ হতে। নেভিতে জয়েন করতে পারেন আপনিও। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে আসি নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর আলোকে।
একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
কাজের সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
- চাকরির ধরণ: সরকারি চাকরি
- চাকরির প্রকৃতি: ফুল টাইম (Full Time)
- যোগ্যতা : দয়াকরে নিচে বিজ্ঞপ্তিতে দেখুন ।
- লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
- আবেদনের ফি : ৭০০/- টাকা।
- অফিসিয়াল ওয়েবসাই: www.joinnavy.navy.mil.bd
- আবেদনের সময়সীমা: ৩০/০৯/২০২২ ইং তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি – Apply Process of BANGLADESH NAVY Job Circular 2022
উপযুক্ততাঃ
১। বয়সঃ ৩১ জুলাই ২০২৩ তারিখে ১৬ বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
২। শারীরিক মান (ন্যূনতম):
পুরুষঃ
উচ্চতাঃ ১৬২.৫ সেঃ মিঃ (৫'-৪")
ওজনঃ ৫০ কেজি।
বুকের মাপঃ স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০")
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২")
মহিলাঃ
উচ্চতাঃ ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫'-২")
ওজনঃ ৪৭ কেজি।
বুকের মাপঃ স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮)।
: সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০*)
* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বিবেচিত হবে)
৩। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম):
ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়। অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং এ' লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
খ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।
৪। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
৫। জাতীয়তাঃ শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
অযােগ্যতা
৬। সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
৭। আইএসএসবি কর্তৃক দুইবার ফ্রিল্ড আউটপ্রত্যাখ্যাত হলে।
৮। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে।
৯। যে কোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে।
১০। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
মনােনয়ন পদ্ধতি
১১। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাক্তার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ।
পরীক্ষার কেন্দ্রঃ
নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর-১৪, ঢাকা
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাক্তারের তারিখঃ
১০, ১১,১২,১৩,১৫,১৬,১৭,১৮,১৯
অক্টোবর ২০২২ (পুরুষ প্রার্থী)
২০ অক্টোবর ২০১২ (মহিলা প্রার্থী)।
পরীক্ষার কেন্দ্রঃ
নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম
ও
নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা, খুলনা
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাক্তারের তারিখঃ
১৮, ১৯ অক্টোবর ২০১২ (পুরুষ প্রার্থী)
২০ অক্টোবর ২০১২ (মহিলা প্রার্থী)
লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহঃ
২১ অক্টোবর ২০২২ (বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান)
১২। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাকারঃ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের | আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
১৩। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ
আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৪। চুড়ান্ত মনােনয়ন পর্ষদঃ
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনােনয়ন পর্ষদ কার্যক্রম জুন ২০২৩ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
১৫। নেভাল একাডেমিতে যােগদানঃ
চূড়ান্তভাবে মনােনীত প্রার্থীগণ জুন ২০২৩ এর | তৃতীয় সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যােগদান করবেন।
প্রশিক্ষণ/কমিশনঃ
১৬। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মােট ০৩ বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাৰ লেফটেন্যান্ট' পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপুই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। | ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের MIST হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে।
বেতন ও ভাতাঃ
১৭। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
অন্যান্য বিশেষত্বঃ
১৮। ক্যারিয়ারঃ
বৈচিত্র্যময় ও রােমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারেই রয়েছে সি (আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন), এয়ার (নেভাল এভিয়েশন) এবং ল্যান্ড (নেভাল স্পেশাল ফোর্স/ নৌ কমান্ডাে) এ তিনটি মাধ্যমেই চাকুরির সুযােগ।
১৯। বিদেশে প্রশিক্ষণঃ
প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।
২০। উচ্চতর প্রশিক্ষণ সুবিধাঃ
দেশে-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে | উচ্চতর প্রশিক্ষণের (এমএসসি, এমবিএ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএস ইত্যাদি) সুযােগ।
২১। জাতিসংঘ মিশনঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযােগ।
২২। বাসস্থানঃ
নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযােগ।
২৩। চিকিৎসাঃ
সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে বিধি মােতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা।
আবেদন ফরম সংগ্রহ ও পূরণঃ
২৪। অনলাইন আবেদন পদ্ধতিঃ
আবেদনকারী প্রার্থীগণকে WWW.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পার্শ্বে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মােবাইল ব্যাংকিং (যেমন- বিকাশ, রকেট, t-cash, নগদ, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, এ্যামেক্স) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাঙ্কারের জন্য কল-আপ | লেটার, Form Commission-1A (পূরণকৃত আবেদন ফর্ম) এবং Personal Information Form ডাউনলােড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাক্তারের সময় কল-আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়ােজনীয় সকল কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে। যদি কোন প্রার্থী উক্ত কল-আপ লেটার ও Form ডাউনলােড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর | মােবাইল নাম্বারে প্রদত্ত রােল ও Tracking নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় Sign In করে আবেদপত্রটি ডাউনলােড ও প্রিন্ট করা যাবে।
বিশেষ নির্দেশাবলীঃ
২৫। নিমের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাঙ্কারে অংশগ্রহণ করবেনঃ
ক। ক্যাডেট কলেজসমূহ (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যাডেট)।
খ। মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা, বিএনসিসি, নৌ রােভার, নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ এবং বিএন কলেজসমূহের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মােতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন।
গ। ন্যাশনাল কারিকুলাম (বাংলা/ইংরেজি) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ (সকল বিষয়ে A+) প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাঙ্কারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
ঘ। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে A গ্রেড ও ২টিতে B গ্রেড এবং “এ” লেভেলে ন্যূনতম ১টিতে A গ্রেড ও অন্যগুলােতে B গ্রেড (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ) প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাঙ্কারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
২৬। মুক্তিযােদ্ধার সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে।
২৭। আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক/ ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
২৮। চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২৯। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়ােজনে প্রার্থীগণকে যােগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলাে।
৩০। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তন/চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যােগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।
৩১। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে।
সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:
চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।
Post Related Tag: www.joinnavy.navy.mil.bd,bd navy job circular 2022,navy job circular 2022 pdf,bangladesh navy job circular 2022,bangladesh navy job circular 2022 sainik,bangladesh post office job circular 2022,bd army jobs 2022,bangladesh navy job circular 2022,bangladesh navy job circular,bangladesh navy job circular 2022 sainik,bangladesh navy job 2022,bangladesh navy circular,navy job circular 2022,bd navy job circular 2022,navy job circular 2022 pdf,navy job circular,job circular 2022,latest job circular,bangladesh navy song,navy circular,bangladesh navy,join bangladesh navy,govt job circular,job circular,job circular today,govt jobs 2022,nabik job 2022