-->

শনিবার, ২০ আগস্ট, ২০২২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022

    

Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ এ জনবল নিয়োগের নিমিত্তে আজ অফিসিয়ালভাবে নিজস্ব ওয়েবসাইট (www.biwta.gov.bd) এবং দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ নামক পত্রিকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ৩৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতা সম্পন্ন হলে ২১ আগষ্ট ২০২২ ইং হইতে ০১ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত তাহাদের নির্ধািরিত ওয়েব সাইট এর  মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ।
  • চাকরির ধরণ: সরকারি চাকরি
  • শূন্যপদ: ৩৯ জন।
  • বেতন গ্রেড: সর্বোচ্চ ২২,৪৯০/- টাকা।
  • চাকরির প্রকৃতি: ফুল টাইম (Full Time)
  • বয়সসীমা: ১৮-৩০ বৎসর ।
  • যোগ্যতা : দয়াকরে নিচে বিজ্ঞপ্তিতে দেখুন ।
  • লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
  • আবেদনের ফি : ১০০০/-, ৮০০/- এবং ৭০০/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাই: www.biwta.gov.bd
  • আবেদনের সময়সীমা: ২১/০৮/২০২২ইং হইতে ০১/০৯/২০২২ ইং তারিখ পর্যন্ত।





আবেদনের পদ্ধতি – Apply Process of BIWTA Job Circular 2022

Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 Apply process is a online circular. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ২য় ধাপে আবেদন ফরমে উল্লেখিত User ID ব্যবহার করে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ২১৫/– টাকা পরিশোধ করতে হবে।


অনলাইনে আবেদন পদ্ধতি (BIWTA Online Apply)

চলুন প্রথমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ নিয়োগ এর অনলাইনে আবেদন করা যাক।


প্রথমে টাইপ করুন www.jobsbiwta.gov.bd অথবা Apply Online এ ক্লিক করুন।

  • 1st step: Online Apply (অনলাইনে আবেদন)
  • 2nd Step: Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ)
  • এখন “Application Form (Click here to apply Online)” এ ক্লিক করুন।
  • Post সিলেক্ট করে next এ ক্লিক করুন।
  • এখন “No” সিলেক্ট করে next চাপুন (নিচে উদাহরণ দেখুন)-
  • সঠিকভাবে application form পূরণ করে Next এ ক্লিক করুন।
  • ছবি এবং স্বাক্ষর (photo and signature) সঠিক সাইজে আপলোড করুন; নিচে সাইজ দেখুন।
  • ক্লিক করুন submit button এ।
  • এখন আবেদন ফরমটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখুন।.

বি.দ্র: অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে।



প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of BIWTA Job Circular)

পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ এর অফিসিয়াল ওয়েবসাইট www.biwta.gov.bd  এর মাধ্যমেও জানতে পারবেন। নিয়মিত সঠিক চাকরির তথ্য পেতে দৈনিক পত্রিকা, অফিসিয়াল ওয়েবসাই এবং আমাদের ওয়েবসাইট ফলো করুন। প্রবেশপত্র প্রকাশের তথ্য এখানে তার আপডেট পাবেন।


চাকরির পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন recentbdjobscircular.blogspot.com


প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি বা ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

বাংলাদেশে বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মূল সর্বোচ্চ ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যথা-


(১) প্রিলিমিনারী (MCQ) পরীক্ষা।

(২) লিখিত পরীক্ষা।

(৩) মৌখিক পরীক্ষা।

বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (www.biwta.gov.bd) দেখুন।


সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Post Related Tag: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,নৌ পরিবহন কর্তৃপক্ষে নিয়োগ ২০২২,নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ,নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022,নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,আজকের নিয়োগ বিজ্ঞপ্তি,নৌবাহিনীতে বেসামরিক সার্কুলার,bd new job circular,bangladesh inland water transport authority,nou poribohon job circular 2022,navy job circular 2022,nou poribohon montronaloy job circular 2022,government jobs circular 2022,bd govt job circular 2022,govt job circular 2022,dos job circular 2022,bd biwta job circular 2022,bd job circular 2022,noubahini job circular 2022,biwta job circular 2022,department of shipping dos job circular 2022,biwta job circular 2022 pdf,job circular 2022,biwtc job circular 2022

Advertiser