-->

রবিবার, ২৪ জুলাই, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Tottho O Jogajog Projukti Bivag Niyog Biggopti 2022

 


Tottho O Jogajog Projukti Bivag Niyog Biggopti 2022: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন) এ জনবল নিয়োগের নিমিত্তে আজ অফিসিয়ালভাবে নিজস্ব ওয়েবসাইট(www.dcd.gov.bd) ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ০৩টি ক্যাটাগরির অধীনে মোট ২৯ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতা সম্পন্ন হলে ২৪ জুলাই ২০২২ইং তারিখ থেকে ১৩ আগস্ট ২০২২ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Tottho O Jogajog Projukti Bivag Niyog Biggopti 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন)।
  • চাকরির ধরণ: সরকারি চাকরি
  • শূন্যপদ: ২৯ জন।
  • বেতন গ্রেড: সর্বোচ্চ ২৬,৫৯০/- টাকা।
  • চাকরির প্রকৃতি: ফুল টাইম (Full Time)
  • বয়সসীমা: ১৮-৩০ (সাধারণ)।
  • যোগ্যতা : ন্যূনতম মাধ্যমিক বা সমমান ডিগ্রী।
  • লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
  • জেলা: যোগ্য জেলাগুলোর নাম বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল।
  • আবেদনের ফি : ৬০/- বা ১১০/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাই: www.ictd.gov.bd
  • আবেদনের সময়সীমা: ২৪/০৭/২০২২ ইং থেকে ১৩/০৮/২০২২ ইং তারিখ পর্যন্ত।






আবেদনের পদ্ধতি – Apply Process of Tottho O Jogajog Projukti Bivag Job Circular 2022

আইসিটি ডিভিশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে অনলাইনে ফরম পূরণ করে মোবাইল ব্যাংকিং (রকেট/বিকাশ/নগদ) এর মাধ্যমে ২য় ধাপে ৬০/- বা ১১০/- টাকা পরিশোধ করতে হবে।


অনলাইনে আবেদন পদ্ধতি (Tottho O Jogajog Projukti Bivag Online Apply)

চলুন প্রথমে জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ এর অনলাইনে আবেদন করা যাক।


১। প্রথমে টাইপ করুন http://erecruitment.bcc.gov.bd অথবা Apply Online এ ক্লিক করুন।

২। এবার নিবন্ধন’ এ ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য নিয়োগ নিবন্ধন করুন (নিচের তথ্য গুলো দিতে হবে) (তাছাড়া নিচের নমুন ফরমটিও দেখে ধারণা নিতে পারেন।

  • ইমেইল ★
  • মোবাইল নম্বর ★
  • জাতীয় পরিচয়পত্র (১০,১৩ বা ১৭ সংখ্যার)
  • জন্ম তারিখ (D-M-Y (প্রথমে তারিখ, তারপরে মাস ও শেষে বছর) ★
৩। এখন আপনার দেয়া ইমেইলে ‘Email & Password’ প্রেরণ করা হবে, যেগুলো ব্যবহার করে লগইন করে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

চার্জ পরিশোধ পদ্ধতি- Tottho O Jogajog Projukti Bivag Job Payment of Application Fees

payment way is below:

আবেদন ফি বাবদ ১-২ নং পদে ১১০/- এবং ৩নং পদে ৬০/- টাকা রকেট/বিকাশ/নগদ এর মাধ্যমে জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন এ সংক্রান্ত গাইডলাইন অনলাইনে আবেদন করার সময় পাবেন (অনলাইন ফর্মে দেয়া থাকবে)।


আবেদন ফি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং (রকেট)/ বিকাশ/ নগদ এর যেকোন একটি ব্যবহার করে পরিশোধ করা যাবে।


প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of NBC Job Circular)

পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অফিসিয়াল ওয়েবসাইট www.ictd.gov.bd এবং জব সাইট এর ওয়েবসাইট https://erecruitment.bcc.gov.bd/ এর মাধ্যমেও জানতে পারবেন। নিয়মিত সঠিক চাকরির তথ্য পেতে দৈনিক পত্রিকা, অফিসিয়াল ওয়েবসাই এবং আমাদের ওয়েবসাইট ফলো করুন। প্রবেশপত্র প্রকাশের তথ্য এখানে তার আপডেট পাবেন।


যেভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন:


প্রথমে https://erecruitment.bcc.gov.bd/ এ প্রবেশ করুন।

এবার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ড্যাশবোর্ড এ নিচের দিকে প্রবেশপত্র দেখুন অপশনে ক্লিক করে ডাউনলোড আইকন এ ক্লিক করুন।

চাকরির পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন recentbdjobscircular.blogspot.com


প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি বা ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

বাংলাদেশে বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মূল সর্বোচ্চ ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যথা-


(১) প্রিলিমিনারী (MCQ) পরীক্ষা।

(২) লিখিত পরীক্ষা।

(৩) মৌখিক পরীক্ষা।

বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (www.ictd.gov.bd) দেখুন।


সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Post Related Tag: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিস্তারিত,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ ২০২২,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ প্রকাশ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সরকারি চাকরির নিয়োগ 2022,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ ২০২২,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়োগ ২০২২,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়োগ ২০২২,brac bank niyog circular 2022,bb job circular 2022,brac bank job circular 2022 apply online,brac bank relationship officer job circular 2022,bangladesh bank chakrir khobor 2022,btcl circular 2022,brac ngo job circular 2021,brac job circular bd 2021,government job bd​,bangladesh govt job news,bd job circular febroary,all job news​,grameen bank job news,brack bangladesh job news,family planing job circular,সরকারি চাকরির খবর​,চলমান সরকারি নিয়োগ ২০২২

Advertiser