-->

রবিবার, ২৬ জুন, ২০২২

৩৭৪ পদে | Bangladesh Air Force Civil Job Circular 2022

  

Bangladesh Air Force Civil Job Circular 2022: বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে জনবল নিয়োগের নিমিত্তে আজ অফিসিয়ালভাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইটে। Bangladesh Air Force Civil Job Circular has been published on the official website www.baf.mil.bd এবং joinairforce.baf.mil.bd. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪৩টি ক্যাটাগরির অধীনে মোট ৩৭৪ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতাসম্পন্ন হলে ২৬ জুন ২০২২ইং তারিখ থেকে ১৮ জুলাই ২০২২ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Bangladesh Biman Bahini Besamorik Pode Niyog Biggopti 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • চাকরির নিয়োগকারীঃ বাংলাদেশ বিমান বাহিনীত
  • চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
  • পত্রিকার নামঃ দৈনিক যুগান্তর
  • প্রকাশের তারিখঃ ২৬ জুন ২০২২
  • মোট পোস্টঃ ৪৩
  • মোট জনবলঃ ৩৭৪
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে
  • লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • শিক্ষাগত যোগ্যতাঃ নীচে দেখুন
  • অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
  • আবেদন শুরু করার তারিখঃ ২৬ জুন ২০২২
  • আবেদন শেষ তারিখঃ ১৮ জুলাই ২০২২
  • সরকারী ওয়েবসাইটঃ www.baf.mil.bd







আবেদন পদ্ধতি (How to Apply  joinairforce.baf.mil.bd Job Circular)

An online procedure is being followed to apply for this government Defence job advertisement. বিমান বাহিনীর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ৩টি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে অনলাইনে বেসিক ফরম পূরণ করে পরবর্তী ধাপ অনুসরণের জন্য ২য় ধাপে নির্ধারিত ফি (৫০/- বা ১০০/- টাকা (সার্ভিস চার্জ ব্যতীত) পরিশোধ করতে হবে। এবং এর পরে আবারও ৩য় ধাপে মোবাইলে প্রাপ্ত User ID & Password ব্যবহার করে সম্পূর্ণ আবেদন ফরমটি অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে।

1st Step- Online Apply (অনলাইনে প্রাথমিক আবেদন):

প্রথমে joinairforce.baf.mil.bd সাইটে প্রবেশ করুন, এবার Apply Online এ ক্লিক করে ফরমটি পূরণ করুন। এখন দেখবেন যে পরবর্তীতে কি করতে হবে সেটি বলা আছে, আমাদের এর পরের পর্যায়ে আবেদন ফি পরিশোধ করতে হবে।

2nd Step- Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ):

২য় পর্যায়ে অনলাইনে নির্দেশনা মোতাবেক নির্ধারিত ফি (১-২৬ নং পদের জন্য ১০০/- টাকা এবং ২৭-৪৩ নং পদের জন্য ৫০/- টাকা) মোবাইল ব্যাংকিং/ক্রেডিট কার্ড/ডিবিট কার্ড বা অন্যান্য মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে ফি পরিশোধ করতে হবে তার পূর্ণাঙ্গ নির্দেশনা অনলাইনেই দেয়া থাকবে। উক্ত ফি পরিশোধের সময় সার্ভিস চার্জ প্রার্থীকেই পরিশোধ করতে হবে, যেমন বিকাশে ১০০/- টাকার জন্য ২.৫৬ টাকা এবং ৫০/- টাকার জন্য ১.২৮ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।

3rd Step– পূর্ণাঙ্গ আবেদন ফরম পূরণ:

৩য় এবং সর্বশেষ পর্যায়ে চার্জ পরিশোধের পরে প্রাপ্ত ID & Password ব্যবহার করে অনলাইনে আবারও প্রবেশ করে Login করতে হবে। এবং এ পর্যায়ে সকল তথ্যগুলো সঠিকভাবে এবং যথাস্থানে ছবি ও অন্যান্য তথ্য প্রদান করা আবশ্যক। যেহেতু পরবর্তীতে এই তথ্যগুলোই বিবেচিত হবে তাই তথ্যগুলো পূরণের পরে তা পূনরায় যাচাই করার পরামর্শ থাকবে।


প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of BAF Job Circular)

আবেদন ফি প্রদানের পরে প্রাপ্ত ID & Password ব্যবহার করে প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনীর অসামরিক/ বেসামরিক পদের প্রবেশ পত্র খুবই সহজে ডাউনলোড এবং প্রিন্ট দিতে পারবেন।

চাকরির পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। তবে যোগ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমেও জানানো হবে। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত ডিফেন্স চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন recentbdjobscircular.blogspot.com

প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
(১) লিখিত পরীক্ষা।
(২) মৌখিক পরীক্ষা।
বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (www.baf.mil.bd ও https://joinairforce.baf.mil.bd) দেখুন।



সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।


Post Related Tag: বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২২,বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,বেসামরিক পদে বিমান বাহিনীতে নিয়োগ,বেসামরিক পদে নিয়োগ,আর্মি বেসামরিক পদে নিয়োগ ২০২২,বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়োগ,বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022,বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,বিমান বাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ,bangladesh air force job circular 2022,bangladesh air force job circular 2021,bangladesh air force,bangladesh airforce job circular 2022,bangladesh biman bahini,bangladesh biman job circular 2022,bangladesh air force job circular,bangladesh air force civilian job circular 2022,bangladesh air force 2022,air force job circular 2022,bangladesh biman job circular 2021,bangladesh air force 2021,join bangladesh air force,govt job circular 2022

Advertiser