-->

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Khulna University of Engineering & Technology Job Circular 2022

Khulna University of Engineering & Technology Job Circular 2022খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্বখাতের আওতায় নিম্নবর্ণিত পদসমূহে বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাদিসহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। 

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিচে আপনাদের সুবিদার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইল। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-


একটি বিজ্ঞপ্তি ও মিস হবে না আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন।


সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে এই ওয়েবসাইটে recentbdjobscircular.blogspot.com এবং প্লে-স্টোর লিংক এ  গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন  তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে । নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।


কাজের সংক্ষিপ্ত বিবরণ

  • চাকরির নিয়োগকারীঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • চাকরীর নিয়োগকারীর ধরনঃ সরকারী চাকরী
  • পত্রিকার নামঃ দৈনিক ইত্তেফাক
  • প্রকাশের তারিখঃ ১৫ মার্চ ২০২২
  • মোট পোস্টঃ ২৬
  • মোট জনবলঃ ৩৭
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে
  • লিঙ্গঃ - বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • শিক্ষাগত যোগ্যতাঃ নীচে দেখুন
  • অন্যান্য যোগ্যতাঃ নীচের ছবিতে দেখুন
  • আবেদন শুরু করার তারিখঃ ১৩ মার্চ ২০২২
  • আবেদন শেষ তারিখঃ ৩১ মার্চ ২০২২
  • সরকারী ওয়েবসাইটঃ www.kuet.ac.bd
বি:দ্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ০২/০৯/২০২১ইং তারিখের ০৫.০০.০০০০.১৭০. ১১.০১৭.২০.১৫৪নং পত্রের নির্দেশনা মোতাবেক এন্ট্রি পদসমূহে (চাকুরীতে প্রবেশকালের পদে) আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০ তারিখে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। 
এন্ট্রি পদসমূহঃ 
১ম শ্রেনী কর্মকর্তার এন্ট্রি পদের বেতন স্কেল - ২২০০০-৫৩০৬০/-
২য় শ্রেনী কর্মকর্তার এন্ট্রি পদের বেতন স্কেল - ১৬০০০-৩৮৬৪০/-
৩য় শ্রেনী কর্মচারী (টেকনিক্যাল) এন্ট্রি পদের বেতন স্কেল – ৯৭০০-২৩৪৯০/-
৩য় শ্রেনী কর্মচারী (ননটেকনিক্যাল) এন্ট্রি পদের বেতন স্কেল - ৯৩০০-২২৪৯০/-
৪র্থ শ্রেনী কর্মচারী (টেকনিক্যাল) এন্ট্রি পদের বেতন স্কেল – ৮৫০০-২০৫৭০/-
৪র্থ শ্রেনী কর্মচারী (ননটেকনিক্যাল) এন্ট্রি পদের বেতন স্কেল - ৮২৫০-২০০১০/
প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, নিয়োগের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (wWw.kuet.ac.bd/career) হতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেয়ার সময় ক্রমিক নং- ১ ও ২-এ উল্লিখিত পদের জন্য ৩৫০ টাকা, ক্রমিক নং- ৩ হতে ১০-এ উল্লিখিত পদের জন্য ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা এবং ক্রমিক নং- ১১ হতে ২৭-এ উল্লিখিত পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা অত্র বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেমেন্ট সিস্টেম (www.payment.kuet.ac.bd/recruitment) এর মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদটি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। আগামী ৩১/১২/২০২১ইং তারিখে বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আবেদন পত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলী https://payment, kuet.ac.bd/recruitment/fNotice/User_Manual_v1.4.pdf থেকে জানা যাবে।
আবেদনের নিয়মাবলী নিম্নরূপঃ 
১. অ্যাপ্লিকেশন ফি প্রদান:
https://payment.kuet.ac.bd/recruitment/ লিঙ্কে ভিজিট করে Pay Now অপশনে ক্লিক করে অনলাইন ফরম টি পূরন করে SSL Commerz এর পেমেন্ট গেটওযে পেইড থেকে CARDS / MOBILE BANKING / NET BANKING এর থেকে যে কোন একটি পেমেন্ট মেথড দিযে অ্যাপ্লিকেশন ফি প্রদানের পর ApplicantID এবং Password প্রদান করা হবে যা সংরক্ষন করতে হবে এবং অবশ্যই টাকা জমাদানের রশিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। 
২. ZIP ফাইল তৈরী: চাকুরীর আবেদনপত্র যথাযথ ভাবে পূরন করে উক্ত আবেদন পত্রটি প্রযোজনীয় সনদপত্র, টাকা জমাদানের রশিদ সহ একটি ফোল্ডার তৈরী করে তা ZIP ফাইল তৈরী করতে হবে। ZIP ফাইলের নাম ApplicantlD.zip (উদাহরন: 100001.zip) আকারে নামকরণ করতে হবে। ***ZIP ফাইলটি তৈরী করার পর তা ভালোভাবে যাচাই করে নিন যেন এতে কোন ত্রুটি না থাকে। 
৩. সিস্টেমে ZIP ফাইল আপলোড:
https://payment.kuet.ac.bd/recruitment/frmLogin.aspx লিঙ্কে ভিজিট করে ApplicantID এবং Password দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর Click here to Upload your Application অপশনে ক্লিক করে ZIP ফাইলটি আপলোড করতে হবে। 
***ZIP টি কেবল মাত্র একবার আপলোড করতে পারবেন। 
****ইমেইলের মাধ্যমে কোন প্রকার ZIP ফাইল প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। চাকুরীর আবেদনের নিয়মাবলী https://payment.kuet.ac.bd/recruitment/fNotice/User Manual v1.4.pdf লিঙ্ক থেকে বিস্তারিত দেখে নিন 
আবেদন এবং ফি প্রদান সংক্রান্ত কোন সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করুন recruitment@kuet.ac.bd






সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভিয় অফার দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন।চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে প্রতারিত হলে  recentbdjobscircular.blogspot.com দায়ী থাকবে না। কোনো অফারে বা প্রলোভনে হাত থেকে বাঁচার জন্য  সুস্থ মস্তিষ্কে ভালোভাবে দেখেশুনে এবং বুঝে আবেদন করুন । আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

Advertiser